ধূমকেতু প্রতিবেদক, চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত সশস্ত্র ডাকাত দলের ছয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় তাদের কাছ থেকে লুট করা মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার নাইক্যংদিয়ার হায়দার আলী ছেলে ইয়াহিয়া প্রকাশ জয়নাল (২৬) একই এলাকার ফরিদ আলমের ছেলে ছলিম উল্লাহ (৩৩) শাহজাহানের ছেলে আবুল কালাম (৩০) শাহ্ আলমের ছেলে শাহ আমান প্রকাশ বাটু (২৮) ও চট্টগ্রামের পতেঙ্গা থানার বদরুদ্দোজার ছেলে আব্দুলহ (২৫)।
র্যাব-৭ এর সহাকারী পরিচালক মাহামুদুলা হাসান মামুন প্রেস মাধ্যমে জানান, ২৭ নভেম্বর চট্টগ্রামের শাহ আমানত বিরিজের যাত্রীবেশে সৌদিয়া পরিবহনের চট্টমেট্রো ১১-১১২০ এই বাসটিতে ডাকাতির ঘটনা ঘটে। বাসটি কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাসিয়াখালী এলাকার পৌঁছানোর পর ডাকাত দলের সদস্যরা গাড়ির চালককে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। এসময় কিছু যাত্রী বাধা দিলে ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে দুজন গুলিবিদ্ধ হন এবং ১৫ জন আহত হন। এরপর কক্সবাজারের ঈদগাঁও এলাকায় ডাকাতি মালামালসহ তারা নেমে যায়। এ ঘটনায় পরের দিন ২৮ নভেম্বর চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
তিনি জানান, রোববার ২৯ শে নভেম্বর র্যাবের একটি দল অভিযান চালিয়ে দুপুর দেড়টার দিকে ওই দলের ডাকাত সর্দার ইয়াহিয়া প্রকাশ জয়নালকে তার কক্সবাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে কোমর গোঁজা অবস্থায় ১টি দেশীয় ওয়ান ও টার গান ১ রাউনড ৭-৬২এম এমন রাইফেলের বুলেট ও ১টি রামদা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে কক্সবাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেপ্তার করে রেব। গ্রেপ্তারকৃত ৪ জনের দেহ তল্লাশি করে ডাকাতির সময় ছিনিয়ে নেয়া ২০ টি মোবাইল ফোন ১ জোড়া স্বর্ণের দুল ১টি হাত ঘড়ি ২ হাজার ৫৮০টাকা ২৫৫ আরব আমিরাতের মুদ্রা ৩০০ ওমানের মুদ্রা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের জবানবন্দীর তথ্যমতে, ডাকাতি হওয়া বাসের নিয়ন্ত্রণকারী আব্দুল্লাহকে মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জাননা, এ ঘটনায় ৭ জনের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ডাকাত দলের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৫ নভেম্বর ও ১২ নভেম্বর একই এলাকার ২টি বাসে ডাকাতি করে। দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার চকরিয়া সদর থানার বিভিন্ন এলাকায় রাত্রিকালে ছিনতাই এবং ডাকাতি করে আসছেন তারা।