ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু ও মাহফুজা খাতুন, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, বিজিবি ক্যাম্প কমান্ডার, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় হঠাৎ উপজেলায় গরু চুরি বৃদ্ধি পাওয়ায় পুলিশের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান। উপজেলায় নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রির মুল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া উপজেলার ক্লিনিকগুলোতে অনিয়ম দেখা দেয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ।