ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে তানোর পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডের সেন্দুকায় গ্রামে।
জানা গেছে, সেন্দুকায় গ্রামের আমির হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী অজুফা বিবি (৬২) পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে নিজ ঘরের সয়ন কক্ষে তীরের সাথে গলায় দড়ি দিয়ে এ আত্মহত্যা করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলের দিকে স্থানীয়রা ফোন দিয়ে আত্নহত্যার বিষয়ে অবহিত করলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। তবে আত্মহত্যার ঘটনায় পরিবার থেকে কেউ বাদী না হওয়ায় লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফন সম্পন্ন করার অনুমতি দেয়া হয়েছে।