ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমি নাচোলে সর্বাধুনিক পলিমালচিং পদ্ধতিতে হাইব্রীড বারী-৮ জাতের টমেটো চাষ করে ভাগ্য ফিরানোর স্বপ্ন দেখছেন চাষী ইশরাইল হোসেন গোলাপ (২৮)।
সরেজমিনে জানা গেছে, উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর গ্রামের উত্তর চন্ডিপুর মৌজায় কৃষক ইশরাইল হোসেন গোলাপ দু’বিঘা জমিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী ক্ষেতে সর্বাধুনিক পলিমালচিং পদ্ধতিতে হাইব্রীড বারী-৮ জাতের টমেটো চাষ করেছেন। প্রদর্শনীর টমেটোর জমিতেই কথা হলো স্বপ্নচারী কৃষক ইশরাইল হোসেনের সাথে।
তিনি জানান, গত বছরও এক বিঘা জমিতে উন্নত হাইব্রীড জাতের টমেটো চাষ করে প্রায় ২ লাখ টাকা আয় করেছিলেন। নাচোল উপজেলা কৃষি অফিসের সার্বিক পরামর্শ ও সহযোগিতায় এবছর ২ বিঘা জমিতে পলিমালচিং পদ্ধতিতে হাইব্রীড বারী-৮জাতের টমেটো আবাদ করেছেন। চলতি মৌসুমের গত জুন মাসে জমিতে বেড প্রস্তুত করে চারা রোপণ করেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম স্যার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার্বক্ষণিক পরামর্শে সার ও কীটনাশক প্রয়োগ করে চলেছেন। গত আগস্ট মাসের শেষ সপ্তাহ ও চলতি মাসে প্রায় ৫০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন তিনি। ব্যবসায়ীরা তার জমি থেকেই ক্যারেটজাত করে ক্রয় করে নিয়ে যায় টমেটো।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম চাষ পদ্ধতি সম্পর্কে জানান, উত্তমরুপে চাষ দেওয়ার পর সমস্ত জমিতে বেড তৈরী করে ওই বেডগুলি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার নাম পলিমালচিং পদ্ধতি। এ পদ্ধতিতে জমিতে পানি (সেচ) ও শ্রম কম লাগে এবং আগাছা জন্মায়না। তাই জমিতে পোকামাকড়ের আক্রমনও কম হয় ও উৎপাদিত পণ্যের (ফসলের) গুনগত মানও ভাল থাকে। সেই সাথে প্রতিটি টমেটো গাছের গোড়াতে বাশের ধ্বজা ও নাইলনের সুতলী টাঙানোর ফলে টমেটোগাছ বাঁশের ধ্বজা ও সুতলী বেয়ে উপরে উঠতে থাকে।
উদ্দোমী কৃষক ইশরাইল হোসেন গোলাপ জানান, একই এলাকাতে আরও এক বিঘা জমিতে হাইব্রীড বারী-৮ জাতের টমেটো, এক বিঘা জমিতে হাইব্রীড গ্রীণবল জাতের বেগুন ও আরও এক বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। উপজেলার এলাইপুর গ্রামের মৃত হাশেম আলীর ছেলে ৮ম শ্রেণী পাস ইশরাইল সারাদিন জমিতেই সময় কাটান। তার ২ বিঘা টমেটো আবাদে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। তবে এ বছর কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে ২ বিঘা জমির টমেটো থেকে তিনি অন্তত সাড়ে চার লাখ টাকা আয় করার স্বপ্ন দেখছেন।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর গ্রামের উদ্দোমী কৃষক ইশরাইল হোসেন (গোলাপ)কে দু’বিঘা (৬৬ শতাংশ) জমিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী ক্ষেতে সর্বাধুনিক পলিমালচিং পদ্ধতিতে হাইব্রীড বারী-৮ জাতের টমেটো চাষ করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এক বিঘা জমি থেকে টমেটো উত্তোলন শুরু হয়েছে। বাকী অন্য এক বিঘা জমি থেকে আগামী এক মাসের মধ্যেই টমেটো উত্তোলণ শুরু হবে বলে আশা করছেন চাষী ইশরাইল। তবে এ উপজেলায় ইশরাইলের মত যারা উদ্যোক্তা কৃষক আছেন তাদেরকে প্রযুক্তিগত সার্বিক পরামর্শ ও সহায়তা দেওয়ার জন্য উপজেলা কৃষি অফিস সর্বদা প্রস্তুত রয়েছেন বলে কৃষি অফিসার সলেহ্ আকরাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর জানান।