ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মানষিক ভারসাম্যহীন আনিছুর রহমান (৪৫)’র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা হাটপাড়া গ্রামের আনিছুর আলিমুদ্দিনের ছেলে।
আনিছুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির পাশের বাজারে যাওয়ার জন্য বের হয়ে যায়। তার ফিরতে দেরি দেখে পিতা আলিমুদ্দিন ও বড় ভাই আনজারুল ইসলাম বাজারসহ বাড়ির আসে পাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির ১০০ গজ দুরে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় একটি আমগাছে ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।
স্থানীয় চিকিৎসকসহ লোকজন দেখে জানান, সে জীবিত নাই। স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) আখের উদ্দিন জানান, পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তার বাবা আলিমুদ্দিন জানান, দীর্ঘদিন থেকে মানষিক রোগে ভ’গছিল। পাবনা মানষিক হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসককে দেখানো হয়েছে। কিন্তু নিয়মিত ঔষুধ সেবন করতো না।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, মানষিক রোগের ব্যবস্থাপত্র দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে।