ধূমকেতু নিউজ ডেস্ক : কিছুদিন পরই আসবে ভারতের আলোচিত অভিনেত্রী আনুশকা শর্মার কোলজুড়ে সন্তান। স্বামী বিরাট কোহলিও এখন তাকে মানসিক প্রফুল্লতার জন্য আলাদাভাবে সঙ্গ দিচ্ছেন। এর প্রমাণ দিলেন আনুশকা নিজেই।
নিজের আনুশকা শর্মা নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন আনুশকা শর্মা।
এ বিষয়ে ইনস্টাগ্রামের ওই ছবির ক্যাপশনে বিস্তারিত বিবরণ দেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী আনুশকা।
তিনি বলেন, হ্যান্ডস ডাউন (অর্থাৎ পা উপরে) একটি কঠিন জিনিস। ইয়োগা আমার জীবনের একটা অংশ। হ্যান্ডস ডাউন নামে এই ইয়োগা অন্তঃসত্ত্বা হওয়ার আগে থেকে আমি প্রতিদিন অনুশীলন করতাম। চিকিৎসকের পরামর্শে বর্তমানে নির্দিষ্ট ওই ইয়োগা করতে আমার স্বামী বিরাট কোহলি সাহায্য করছেন। এই আসন করতে গিয়ে যাতে না টলে যাই, সেই কারণে সাবধানতা অবলম্বন করতেই বিরাট সাহায্য করছেন।
মঙ্গলবার আনুশকা ওই ছবিটি শেয়ার করার পরপরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিটি আপলোড করার প্রথম দশ ঘণ্টায় ৩১ লাখেরও বেশি মানুষ ওই ছবিতে লাইক দিয়েছেন। ১৮ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে ওই ছবিতে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে জিনিউজ জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারিতেই বিরাট-আনুশকার জীবনে আসছে নতুন অতিথি। ওই সময় আনুশকা এবং নবজাতকের পাশে থাকতে বিরাট পিতৃত্বকালীন ছুটির আবেদনও করেছেন বলে জানা যাচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই ভারতে বিতর্ক শুরু হয়েছে।