ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বাগমারা উপজেলার শাখার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা শিক্ষক সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
সহকারী শিক্ষক মাহবুব আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউআরসি ইন্সট্রাক্টর শাহাদৎ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, বাবর আলী শাহ। আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক বাবুল হোসাইন, ওয়াজেদ আলী, মিরা পারভীন, খলিলুর রহমান. আব্দুস সাত্তার, মোহাইমিন, হানুফা খাতুন, নাদিরা খাতুন, কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির বর্ষপূতি উপলক্ষে কেক কাটা হয়। এসময় অতিথিদের সাথে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।