ধূমকেতু প্রতিবেদক, নাচোল : সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সরকার বিদস/২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
উদ্বোধন শেষে মেলায় ৪টি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা জনস্বাস্থ্য বিভাগের ৭টি স্টল পরিদর্শণ করেন অতিথিবৃন্দ।
পরে প্রাথমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কুইজ প্রতিযোগিতায় ৫ জন বিজয়ীকে বাছাই করা করা হয়। “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার -এ প্রতিপাদ্যকে উপজীব্য” করে সংক্ষিপ্ত আলোচনসভা ও প্রতিকী গ্রাম আদালত পরিচালনা প্রতোক্ষ করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহিনুল ইসলাম, পল্লী স য় ব্যাংক নাচোল শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন(বিআরডিবি) কর্মকর্তা হারুন-অর-রশিদ, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হক অপু, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও নেজামপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উন্নয়ন মেলা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।