ধূমকেতু প্রতিবেদক : সরকারী বিভিন্ন দপ্তরের সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মূল চাবিকাঠি বিষয়ে মোবাইল আউটরিচ প্রজেক্টের আওতায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে কারিতাস বাংলাদেশ।
রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলরের সেমিনার রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিষয়ের পক্ষের দল শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়, রাজশাহী ও বিপক্ষের দল ছোট বোনগ্রাম আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এতে সনাতনী বিতর্কে বিজয়ী হয় ছোট বোনগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়, রাজশাহী। মোট ৪০ শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয় বিজয়ী দলের জ্যোতি আক্তার। পরে বিজয়ীদের পুরষ্কার ও অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন আয়োজকরা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সমাজ সেবা’র সহকারী পরিচালক বায়েজিদ হোসেন ওয়ারেসী, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আলম আলী।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ড. হামিদুল ইসলাম, কারিতাস রাজশাহী অঞ্চলের মোবাইল আউটরিচ প্রজেক্টের কমিউনিটি ফ্যাসিলিটেটর সলোমন হাঁসদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সিটি কর্পোরেশন এর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।