ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে টাকা পয়সাকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের হাতে সাদিকুল ইসলাম (৩২) ছোট ভাই খুন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুল ওই এলাকারই আফসার আলীর ছেলে। পেশায় তিনি একজন মাইক্রো ড্রাইভার ছিলেন
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম ও সাদিকুল ইসলাম টাকা পয়সা ধার দেওয়া কে কেন্দ্র দুই ভাইয়ের মধ্যে মারামারি এক পর্যায়ে তার ছোট ভাই সাদিকুলের পা ও পেটে ছুরিকাঘাত করে বড় ভাই শফিকুল ইসলাম। পরে তার পরিবারের লোকজন জেলা হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন।
লাশটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় মৃত ব্যক্তির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।