মোছা: আয়েশা আখতার রোজী
পাপ পঙ্কিলতায় জর্জরিত মনের ভিতরে
পূণ্যের আনাগনায় বিচলিত, উন্মও ও শান্ত
ভাব গাম্ভীর্যতায়, সংকুচিত হৃদয়, প্রসারিত করতে চাই,
তবু সংকুচিত হয়ে বারবার পাপে ছেয়ে যায়।
একঠিন ধরণী তলে প্রতি পলে পলে, অকাট্য বাহুবলে, দাপটে দাপটে,ঊর্ধ্বমুখী তিলক লাগিয়ে ললাটে, কত রম্য রচনা, বঞ্চনা এড়িয়ে, মায়ায় জড়িয়ে, সন্তান-সন্ততি প্রিয়জন ছড়িয়ে ছিটিয়ে চারিপাশ ভরা তবু শূণ্যতা, বিষন্নতা, হাহাকার, আর্তনাদ, রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে একেমন পথ চলা, একেমন ছলাকলা।
যত পিছে ফেলি, অগ্রভাগে তারই কলোকাকলী,
কতবার হেরি, কতবার ছাড়ি,
আবার আঁকড়ে ধরি, সন্দেহের বসে ভীত হয়ে পড়ি,কার দম্ভ বেশি, পাপ রাশি রাশি, না পূণ্য বিন্দু খানি, ফল প্রকাশিবে যেদিন জ্ঞ্যাতিব সেদিন, অজ্ঞাতে মোর, শিহরণ জাগে, জাগতিক অর্জন হয় যদি বর্জন সবই, গগনে নেহারিকা না যাবে দেখা।
জীবন যুদ্ধ ক্ষেত্র, কঠিন পরীক্ষা কেন্দ্র, শয়তান হাতে ধরি অস্ত্র লড়াইয়ে ডাকে প্রতি বাঁকে বাঁকে, পথভ্রষ্ট পাপীদের দলে, ডেকে নেই কান মলে, অকৃতজ্ঞ,আরষ্ট, বলিষ্ঠ চিত্তে তলোয়ার ধরি, লড়াই করি, পূণ্য ভরি, জয়লাভ করি
দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠতে পারে যদি কভু, পারাপারে হাত ধরে তবু, পার করে দেবে আমার মহান প্রভু।
লেখক- মোছা: আয়েশা আখতার রোজী, রাজশাহী।