ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : বিধি ভেঙে পুকুর খননের হিড়িক পড়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলায়। এতে এক দিকে যেমন ফসলি জমি কমছে, তেমনি পানি নিষ্কাষন পথ বন্ধ হয়ে পড়ায় জলাবদ্ধতায় ঘটছে ফসলহানি। প্রভাবশালীদের এই কান্ডে সর্বশান্ত হচ্ছেন এলাকার প্রান্তিক কৃষকরা, তবে এসব কৃষক এখন স্বস্তিতে।
অবৈধ পুকুর খনন বন্ধে চিরুনি অভিযান চালাচ্ছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর। যেখানেই পুকুর খননেন খবর পাচ্ছেন তাৎক্ষনিক পৌঁছে যাচ্ছেন সেখানেই। পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তার এই কাজে খুশি প্রান্তিক কৃষকরা। আর তাই সব সময় কৃতজ্ঞতায় ভাসিয়ে দিচ্ছেন উপজেলা প্রশাসনকে।
খোঁজ নিয়ে জানা যায়, পুঠিয়া উপজেলায় ৬ টি ইউনিয়নের মধ্যে অবৈধ পুকুর খননের বেশি হিড়িক ছিল ৫নং শিলমাড়িয়া ইউনিয়নে ও ৪ নং ভালুকগাছী ইউনিয়নে। গত কয়েক দিনের মধ্যে ৫ নং শিলমাড়িয়া ইউনিয়নের কাঁচুপাড়া, রাতোয়াল, মালিপাড়া, মোল্লাপাড়ায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পুকুর খননে ব্যবহৃত (ভেকু মেশিন) জব্দ করেছে এবং জরিমানা করা হয় বলে জানা যায়।
এছাড়া ৪ নং ভালুকগাছি ইউনিয়নের বিভিন্ন জায়গায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পুকুর খনন বন্ধ করে দেন এবং অবৈধ পুকুর খনন কারিদের জরিমানা সহ অবৈধ ভেকু মেশিনের ব্যাটারি জব্দ এবং পুকুর খনন কাজ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর।
এছাড়া আরও জানা যায়, ২ নং বেলপুকুরিয়া ইউনিয়েনেও ঠিক একি রকম ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজন কে জেল দেন এবং অবৈধ ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়।
আরও জানা যায়, ৬ নং জিউপাড়া ইউনিয়েনের বিভিন্ন গ্রামের বিলে অবৈধ পুকুর খননে ঠিক একইভাবে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের আব্দুল মান্নান নামের এক কৃষক জানান, আমরা গত কয়েক দিন আগে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের তথ্য (ইউএনও) স্যার কে জানালে তিনি সঙ্গে সঙ্গে এসে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর খননে ব্যবহৃত (ভেকু মেশিনের) জব্দ করেন, জেল দেন এবং জরিমানা করেন। কৃষকগণ ইউএনও এ অগ্রণী ভূমিকা পালন করাতে সন্তুষ্ট প্রকাশ করেন।
এবিষয়ে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, সরকারি আদেশ অমান্য করে যারা অবৈধ ভাবে পুকুর খনন করে তাদের আমরা বিভিন্নভাবে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা পুকুর খননের ব্যবহৃত (ভেকু মেশিন) জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেওয়া হয়। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন বন্ধের জন্য জেলার প্রতিটি উপজেলা নির্বাহী অফিসার দের কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর দায়িত্বশীল ভূমিকা পালন করছে এটার প্রশংসা করি আমি।