ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি রবি মৌসুমে বিনামূল্যে ৪৮০০ জন কুষককে সরিষার বীজ, ৭০০ জন কৃষককে গমের বীজ, ৫৬০ কৃষককে ভুট্টা বীজ, ৫০ জন কৃষককে সূর্যমুখী বীজ, ৩০ জন কৃষককে চিনাবাদামের বীজ, ৮০ জন কৃষককে পেঁয়াজের বীজ, ৬০ জন কৃষককে মুগডাল বীজ, ১৮০ জন কৃষককে মসুর বীজ ও ২৮০ জন কৃষককে খেসারী বীজ দেওয়া হবে। প্রত্যেক ধরণের বীজের সঙ্গে কৃষকেরা পাবেন ডিএপি ও এমওপি সার।