ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ৮নং পাঙ্গাসী ইউনিয়নের সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু।
সোমবার (২৩ অক্টোবর) তিনি উপজেলার হাটপাঙ্গাসী হালদারপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির, হাটপাঙ্গাসী ঠাকুর বাড়ী দুর্গা মন্দির, গ্রামপাঙ্গাসী বাজার দুর্গা মন্দির, কালিঞ্জা হালদার পাড়া দুর্গা মন্দির, গ্রামপাঙ্গাসী রঘুনাথ সাহার বাড়ী দুর্গা মন্দিরসহ ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং দর্শনার্থী ও দুর্গাপূজার কমিটি সহ অন্যান্যদের সাথে মতবিনিময় করেন।
পূজা মন্ডব পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি পূজা মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
এই উৎসবে প্রশাসন ও এলাকার সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতায় শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু।
এসময় তার সঙ্গে ছিলেন, সবুজ সরকার, রাজু সেখ, সুলতান মাহমুদ ও খোসবার সেখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।