ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ইসলামি ল্যাব এন্ড হাসপাতালের উদ্যেগে ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়োজনে শুক্রবার (২৭ অক্টোবর) দিনব্যাপি অনুষ্ঠিত ফ্রি ক্যাম্পের মাধ্যমে অর্ধশতাধীক বিভিন্ন রোগে আক্রান্ত রোগিকে চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক্স অনারারী মেডিকেল অফিসার ডাঃ রুহুল কুদ্দুস (আবির)।
প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদের সদস্য নুরনবী জানান, তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনগণকে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এজন্যই তারা প্রতিনিয়ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। ভবিষ্যতেও তারা এ কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন।