ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আগুন সন্ত্রাস করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের সমর্থন পাবেনা বলেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আগুন সন্ত্রাসীদের কাছে দেশের মানুষ নিরাপদ নয় উল্লেখ করে সন্ত্রাসীদের প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বুধবার (১ নভেম্বর) সন্ধার আগে নওগাঁর পোরশা গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাংগুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার দেওয়া উপকারভোগী নয় এমন ব্যক্তি খুজে পাওয়া দুস্কর। কৃষক প্রণোদনা পাচ্ছে, তারা শান্তিতে আছে। কৃষকের ধানের নায্যমূল্য নিশ্চিত করা হয়েছে। বিএনপি দেশের উন্নয়ন করতে পারেনাই। শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক আবার চালু করেছেন। কমিউনিটি ক্লিনিকে এখন ২৮ ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংগুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিত্বে হারুন অর রশীদ এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পোরশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।