ধূমকেতু প্রতিবেদক : ৩ নভেম্বর, বাঙালি জাতির গভীর বেদনার দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।
শুক্রবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকাল ৯ টায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নেতৃত্বে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সাড়ে ৯ টায় জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে মুজিবনগর সরকার গঠন, মুক্তিযুদ্ধ পরিচালনা, কূটনৈতিক তৎপরতা, মুক্তিযোদ্ধাদের সংগঠিতকরণ, প্রশাসনিক কর্মকাণ্ড তদারকিসহ মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে অসামান্য অবদান রাখেন।
তিনি জাতীয় চার নেতার ত্যাগ ও আদর্শ দেশের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহŸান জানান। বাদ জুমা কলেজ জা‘মি মসজিদে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।