ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামে ৬ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, প্রথম পক্ষের শফির উদ্দীনের ছেলে জাইদুল ইসলাম (৪০) মৃত কুতুব উদ্দীনের ছেলে কফিল উদ্দীন (৫০) এবং দ্বিতীয় পক্ষের মৃত কাজেম উদ্দীনের ছেলে মাজেদ আলী (৫০) মৃত ওয়াহেদ আলীর ছেলে খাইরুল ইসলাম (৩৫)। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শফির উদ্দীন জানান, ৩৭ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শফির তার জামিতে কলা গাছ রোপন করলে দ্বিতীয় পক্ষের লোকজন বার বার কলার গাছ কেটে নষ্ট করে দেয়। রোববার সকালে কৃষক শফির উদ্দীনের ছেলে কলা বাগানের পাশে ৫ শতাং জমিতে রোপন করা জমির ধান কাটতে গেলে দ্বিতীয় পক্ষের মাজেদ, জোবায়ের, খায়রুল, তোফাজ্জল, আবুল হোসেন বিপু বাঁধা দিলে এই সংর্ঘষের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, এ ঘটনাটির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।