ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কিন্ডারগার্টেন বৃত্তি-২০২৩ পরীক্ষা বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা সদর আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র এ পরীক্ষা চলে।
দুইদিনব্যাপি কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা সার্বিক দেখভাল করেন গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক গোলাম নাসিম, কোষাধ্যক্ষ মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন প্রমুখ।
কিন্ডারগার্টেন বৃত্তি- পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাসুদেবপুর হাই কেয়ার প্রধান শিক্ষক আবু হেনা মোস্তপা কামাল। এবার উপজেলার ৮টি কেজি স্কুল থেকে ৪০০ জন প্লে-পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। গোদাগাড়ী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কোরবান আলী বলেন বিশ্বায়নের এ যুগে জাতীয় চ্যালেঞ্জ হিসেবে নতুন প্রজন্ম কে প্রতিযোগীতার মাধ্যমে সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার অবদান রেখে আসছেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতি বছর কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে প্রতিযোগিতামূলক দেশব্যাপী বৃত্তি পরীক্ষা সফলভাবে পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের মাধ্যমে উন্নত জাতি গঠনের সহায়ক ভূমিকা পালন করছেন। বৃত্তি পরীক্ষার মাধ্যমে দক্ষ জাতি গঠন, দেশপ্রেমিক সুনাগরিক তৈরি, স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের এগিয়ে যাবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/