ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে আবাসিক বিদ্যুৎ গ্রাহকের বিদ্যুতের বিল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
দেশের সব জেলা-উপজেলায় বিদ্যুতের আবাসিক ও বানিজ্যিক বিদ্যুৎ বিলের কপি, বিদ্যুৎ অফিসের নিজ দায়িত্বে বিদ্যুৎ গ্রাহকের বাড়ী বা প্রতিষ্ঠানে পৌছে দেওয়া হয়। সেই বিল পাওয়ার পর গ্রাহক তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকে। কিন্তু বর্তমানে উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিল বিতরণকারীদের দায়িত্ব অবহেলার কারনে সময়মত বিদ্যুৎ বিল গ্রাহকের পর্যায়ে পৌছে নাই। ফলে পরের মাসে জরিমানাসহ বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই।
মধ্য গৌরীপাড়া গ্রামের মোরসালিন ইসলাম জানান, বিদ্যুৎ বিল বিতরণকারীগণ বাড়ীর সদর দরজার ভিতরে কাউকে না জানিয়ে ফেলে রেখে যায়। কখন কখন গোল করে ঢিল মেরে রেখে যায়। এতে কিছু বিল পাওয়া যায় আবার কিছু বিল হারিয়ে যায়।
নিমতলা মোড় বিদ্যুৎ বিল গ্রাহক আজগার আলী বলেন, বিল বিতরণকারী আমাদের কাউকে কোন কিছু না বলে বাড়ীর প্রাচীরের উপর দিয়ে বিল ফেলে দিয়ে যায়। আমরা যদি দেখতে না পাই তবে তা বকেয়া হয়ে পরের মাসে যোগ হয়ে আসে। সেই বিল দিতে গিয়ে জরিমানা গুনতে হয় আমাদেরকে।
কাঁটাবাড়ী গ্রামের বিদ্যুৎ গ্রাহক হাফিজুল ইসলাম বলেন, আমাদের বাড়ীর কাউকে কোন কিছু না জানিয়ে বিদ্যুৎ বিল ফেলে যায় এতে অনেক সময় বর্ষার পানিতে বিলের কপি নষ্ট হয়ে যায়। তাছাড়া বাড়ীতে অনেক বাচ্ছা ঘোরা ফেরা করে তারা কখন কখন তুলে ছিড়ে ফেলে।
কাঁটাবাড়ী গ্রামের বিদ্যুৎ গ্রাহক হারুন বলেন, আমার বিল আমার পার্শ্বের বাড়ীতে থাকা স্বকল্প সোসাইটিতে দিয়ে গেছে। মাঝে মাঝে বাড়ীর মুল দরজার সামনে রেখে চলে যায়। এতে অনেক বিলেই পাওয়া যায় নাই। ফলে পরের মাসে জরিমানাসহ পরিশোধ করতে হয়। আমরা চাই বিদ্যুৎ বিল বিতরণকারীগণ গ্রাহকের কাছে স্বাক্ষর করে সঠিক গ্রাহকের কাছে যেন বিল জমা দেয়। তারা যেনো তাদের উপর অর্পিত দায়িক্ত সঠিক ভাবে পালন করে সেটাই আমরা চাই।
বিষয়টি নিয়ে ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ সরবরাহ বিউবো‘র দপ্তরে কথা বলতে গিয়ে কাউকে বিদ্যুৎ অফিসে পাওয়া যায় নাই।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews