ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন এর বদলি আদেশ প্রত্যাহার করে পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জুন) বিকালে উপজেলা পরিষদের মূল গেইটের সামনে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধন অংশগ্রহ করেন।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা জানান, ইউএনও পপি খাতুন এই উপজেলায় যোগদানের পর থেকে খুব অল্প সময়ে উপজেলার চিত্র পাল্টাতে শুরু করেছে।
তিনি সকলের কথা শোনেন। রিকশা চালক অটোচালক দিনমজুর সকলেই তার সাথে দেখা করতে পারেন কথা বলতে পারেন। তারা আরও বলেন মাত্র ৩ মাস হলো তার যোগদান তার বিরুদ্ধে কোন অভিযোগ শোনা যায় নি তাহলে কেন বদলী হচ্ছে।
খুব অল্প সময়ে মানবিক কার্যাবলী, কর্মদক্ষতা সম্পন্ন জনবান্ধব এই কর্মকর্তা উপজেলার সর্ব সাধারণের ভালবাসা ও আস্থা অর্জন করেন। ইউএনও পপি খাতুন, মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আসছেন।
হঠাৎ করেই তার বদলির আদেশে ফুঁসে ওঠে উপজেলা বাসী। পত্নীতলা উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে জাতির সামনে তুলে ধরতে এবং উপজেলাবাসীর জীবন মান-উন্নয়নে ইউএনও পপি খাতুনএর বদলি আদেশ প্রত্যাহার করে এ উপজেলায় পুনরায় বহাল রাখার দাবি জানানো হয় এই মানববন্ধনে।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ ফ্রেব্রুয়ারী পত্নীতলায় যোগদান করেন আবার গত ৬ জুন ২৪ তারিখে সরকারি এক আদেশে তাকে জয়পুরহাটের কালাই উপজেলায় বদলি আদেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও পপি খাতুন বলেন, সরকারি চাকুরী আসলে আমাদের বদলি প্রক্রিয়াটি রেগুলার প্রক্রিয়া। আমার মনে হয় আমার সিনিয়র স্যারেরা প্রশাসনিক কারণে সুচিন্তা করেই এটা করতে পারেন। একই সাথে জনগণ যে দাবিটি আমাকে রাখার জন্য বা বদলি বাতিল এর জন্য জনসমর্থন বা মানববন্ধন করেছেন সেটা মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ, তবে আমার সিনিয়র স্যারদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। বাকিটা তাদের বিবেচনা, আমার মনে হয় আমি যেখানেই যাবো আমার মেন্ডেট যেটা সেটা নিয়েই কাজ করবো।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew