ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বারোরাস্তার মোড় এলাকার একটি গ্যারেজে রাখা ফাঁকা বাস থেকে পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহ মখদুম থানা পুলিশ মণি (২২) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে।
বুধবার দিবাগত রাতের কোনো এক সময় মনিকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বাস হেলপার মনি নগরীর হাজরাপুকুর ডাবতলা এলাকার দিলীপ দাসের ছেলে। তিনি রাজশাহী-ঢাকাগামী আরপি চ্যালেঞ্জার নামের পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। বারো রাস্তার মোড়ে অবস্থিত লালুর গ্যারেজে রাখা আরপি পরিবহন নামে বাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বাসের ভেতর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর সন্দেহের তীর যাচ্ছে বাসের চালক ও অন্য হেল্পারের দিকে। পুলিশ ধারণা করছে টাকা লেনদেনের বিষয়টি নিয়ে শ্রমিক মনি খুন হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে বলেও পুলিশের পক্ষে জানানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, কে বা কারা, কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। বৃহস্পতিবার দুপুরের দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার আত্মীয় স্বজনদেরও খবর দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মনির লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের পাঠানো হয়েছে।
তিনি জানান, হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে বাসের চালক বা হেল্পরকে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরআগে গত এক সপ্তাহ থেকে মনি নিখোঁজ ছিল বলেও তার পরিবারের বরাদ দিয়ে পুলিশের পক্ষে জানানো হয়েছে। এছাড়াও হত্যার ঘটনাটি তদন্ত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।