ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলেন দুই সস্তান। সঙ্গে নিয়েছিলেন তাদের মাকে। চিকিৎসা শেষে সোমবার (১৯ আগস্ট) বাড়িতে ফেরার কথা ছিল তাঁদের। বাড়িতে ফিরলেন তাঁরা, তবে লাশ হয়ে। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের প্রাণ হারিয়েছেন চারজন।
তারা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর ডাঙ্গাপাড়া গ্রামের জসিম উদ্দিন (৬২), তাঁর স্ত্রী নার্গিস বেগম ওরফে ময়না (৫৪), ছেলে জামাল হোসেন (৪৫) ও কামাল হোসেন (৩৬)। এই ঘটনায় আহত হয়েছেন চালক আশিক হোসেন (২৮)। এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
সলঙ্গা থানার পুলিশ ও নিহতদের স্বজনেরা জানান, অসুস্থ জসিম উদ্দিন দীর্ঘদিন থেকে অসুখে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে তারা বাগমারা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে শনিবার তাঁকে ঢাকায় নেওয়া হয় চিকিৎসার জন্য। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই সস্তান। চিকিৎসা শেষে ওই মাইক্রোবাসে করে বাড়িতে ফিরছিলেন। তাঁদের বহনকারী মাইক্রোবাস রাত সাড়ে তিনটার দিকে হাটিকুমরুল এলাকার গোলচত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী একই পরিবারের চারজন মারা যান। এছাড়াও চালক গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ নিহত চারজনের লাশ এবং অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নিহতের স্বজনেরা বলেন, আজ ভোররাতে বাগমারা ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনার ও হতাহতের খবর বাড়িতে পৌঁছে দেন। খবর পেয়ে থানা থেকে লাশগুলো গ্রহণ করেন স্বজনেরা।
ওই গ্রামের বাসিন্দা ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক রফিকুল ইসলাম জানান, নিহত জসিম উদ্দিনের দুই ছেলে ও স্ত্রী মারা গেছেন। ওই পরিবারে নিহত জামালের স্ত্রী ও শিশু কন্যা ছাড়া আর কেউ থাকলো না। দুপুরে গ্রামটিতে গিয়ে আত্মীয় স্বজন ও এলাকার লোকজনকে কান্নাকাটি করতে দেখা যায়। পুরো এলাকা যেন শোকের ছাড়া নেমে এসেছে। নিহতদের জন্য পারিবারিক গোরস্থানে পাশাপাশি চারটি কবর খনন করা হয়েছে। বিকেলে ৫ টায় জানাজা শেষে দাফন করা হয়। বাড়িতে লোকজনকে ভীড় করতে দেখা যায়।
এভাবে একই পরিবারের সবাই চলে যাবে তা ভাবতে পারেনি। শহিদুল ইসলাম নামে স্থানীয় ইউপি সদস্য বলেন, সুখের পরিবার এভাবে শেষ হয়ে যাবে তা কেউ কখনো ভাবেনি।
আবুল কালাম নামের এক প্রতিবেশি জানান, জসিম অসুস্থ হওয়ার পর থেকে সন্তানেরা এলাকায় চিকিৎসা করিয়েছেন। তাঁরা চেয়েছিলেন বাবাকে উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করবেন। তবে তা আর হলো না। তাঁদের এই মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকার লোকজন।
নিহত জামালের স্ত্রীসহ তিন মেয়ে এবং কামালে রয়েছে স্ত্রী এবং এক মেয়ে। পরিবারের কর্তা ব্যক্তির মৃত্যুতে অভিভাবক শূণ্য হয়ে পড়েছে দুটি পরিবার। সেই সাথে কামালের একমাত্র ছোট মেয়ে দীর্ঘদিন থেকেই শারীরিক ভাবে অসুস্থ। তাকে ভারতে নিয়ে চিকিৎসা করা হয়েছে। বর্তমানে স্বামীর মৃত্যুতে মেয়ের চিকিৎসা নিয়ে চিন্তিত কামালের স্ত্রী। স্বামী বেঁচে থাকলে যেকোন ভাবে মেয়ের সুচিকিৎসা করাতে পারতেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি দুর্ঘাটনায় একই পরিবারে চার জনের মৃত্যুতে তিনি মর্মাহত। সেই সাথে পরিবারের জন্য যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew