ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : জুতার মালা গলায় পড়িয়ে ও নির্যাতন করেই ক্ষান্ত হননি ক্লিনিক মালিকসহ তাদের দোসররা। উল্টো সেই সাংবাদিক মাহমুদুন নবীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে এবার চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়েছে ক্লিনিক মলিক সমিতি। অথচ নির্যাতনের শিকার মাহমুদুন নবীর পরিবারের অভিযোগ আমলে নেয়নি পুলিশ। অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্রদের দোহায় দিচ্ছে তারা, আর একই সুরে কথা বলছে থানার পুলিশ। তাই পুলিশের এমন কান্ডজ্ঞানহীন পক্ষপাতিত্বমূলক আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা। ঘটনাটি নওগাঁর পত্নীতলা উপজেলায়।
জানা গেছে, উপজেলার নজিপুর সিটি ক্লিনিকে সম্প্রতি দুই সাংবাদিককে নির্যাতন করা হয়। এক প্রসূতির সিজার অপারেশন করেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দেওয়ান সবুর হোসেন। কিন্তু ভূল অপারেশনের অভিযোগ উঠে প্রসূতির পরিবার থেকে। ভূক্তভোগীর বক্তব্য নিয়ে স্থানীয় সাংবাদিক দৈনিক স্বদেশ প্রতিদিন ও আঞ্চলিক দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার প্রতিনিধি মাহমুদুন নবী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
এছাড়া স্থানীয় ক্লিনিক ডায়াগনষ্টিকে অব্যবস্থাপনা, অপ-চিকিৎসা ও চিকিৎসকের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেন মাহমুদুন নবী ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম নামে অপর এক সাংবাদিক।
অনিয়মের এসব সংবাদ প্রকাশের জেরে গত ৭ সেপ্টেম্বর মাহমুদুন নবীকে তুলে নিয়ে গিয়ে নির্যযাতন চালায় ডাক্তার দেওয়ান সবুর হোসেনসহ ক্লিনিক ডায়াগনষ্টিকের ভাড়াটে বাহিনী। পরে রবিউল ইসলামকেও তুলে নিয়ে যাওয়া হয়। সিটি ক্লিনিকের ভেতরে আটকে রেখে মারপিট করে তাদের উপড় অমানুষিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে মাহমুদুন নবীর গলায় জুতার মালা ঝুলিয়ে ছবি ও ভিডিও ধারন করে নির্যাতনকারীরা। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাক্তার ও ক্লিনিক মালিকরা দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। কিন্তু সেই অভিযোগের সত্যতা না পাওয়ায় নিরাপত্তা দিয়ে সাংবাদিকদেরকে ছেড়ে দেয়া হয়।
ঘটনার পর থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মাহমুদুন নবী। লোক লজ্জায় তারা কেউ বাইরে বের হচ্ছেন না।
এদিকে, নির্যাতনের ঘটনায় বাদি হয়ে ৯ সেপ্টেম্বর মাহমুদুন নবীর ভাই নূর নবী পত্নীতলা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। কিন্তু পুলিশ সেই মামলা গ্রহণ করেনি। বিপরীতে ক্লিনিক ডায়াগনষ্টিক মালিকরা পুলিশের সাথে যোগসাজস করে ঘটনার ৩ দিন পর চাঁদাবাজির একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলায় পত্নীতলা উপজেলার বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনষ্টিক থেকে কয়েক লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ করা হয়েছে মাহমুদুন নবীর বিরুদ্ধে। এসব ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে দারুন ক্ষোভ তৈরী হয়েছে।
ন্যায় বিচারের প্রার্থনায় আদালতে মামলা করবেন জানিয়ে নির্যাতনের শিকার মাহমুদুন নবী বলেন, ক্লিনিক ডায়াগনষ্টিক সমিতির নেতারা প্রভাবশালী। রাজনৈতিক সুযোগ সন্ধানী। তাই তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। ঘটনা মিমাংসা করার জন্য চাপ দিচ্ছে। আমি অপরাধ বা অন্যায়করে থাকলে তাদের পক্ষ থেকে আমাকে মিমাংসা করার জন্য বলা হচ্ছে এবং চাপও দেওয়া হচ্ছে কেন? প্রশ্নের সুরে বলেন তিনি।
ভূক্তভোগি রবিউল ইসলাম জানান, থানা পুলিশ রহস্যজনক কারণে ক্লিনিক মালিকদের মামলা গ্রহণ করে বৈষম্য বিরোধি ছাত্রদের নাম ভাঙিয়ে দোহায় দিচ্ছে।
জানতে চাইলে সিটি ক্লিনিকের পরিচালক হারুনুর রশিদ মুঠোফোনে বলেন, ঘটনার সাথে ক্লিনিক কর্তৃপক্ষের কেউ জড়িত নয়। ছাত্ররা তার সাথে এমন ঘটনা ঘটিয়েছে। তবে জুতার মালা পড়ানো ঠিক হয়নি। আর ঘটনার সময় আমি ছিলাম না।
সিটি ক্লিনিকের আরেক পরিচালক সাজেদুর রহমান সাজু মুঠোফোনে বলেন, এই বিষয়ে কথা বলতে হলে অফিসের সামনে আসেন, অফিসে আসেন কথা হবে, ফোনে কথা বলা যাবে না।
একইভাবে এই প্রতিবেদককে সরাসরি গিয়ে কথা বলতে বলেন চিকিৎসক দেওয়ান সবুর হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা থানার অফিসার ইনচাজ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ক্লিনিক ডায়াগনষ্টিক সমিতির লোকজন বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে নিয়ে থানায় এজাহার দিতে এসেছিলেন। তাই তাদের অভিযোগ এজাহারভূক্ত করা হয়েছে।
ওসি বলেন, ক্লিনিকের ঘটনার খবর পেয়ে সাংবাদিক মাহমুদুন নবী ও রবিউল ইসলামকে সেনাবাহীনিসহ পুলিশ গিয়ে উদ্ধার করে আনা হয়েছিলো।
সাংবাদিকের পক্ষ থেকে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাদিকে ডাকা হয়েছে। যথাযথ ভাবে অভিযোগ করলে মাহমুদুন নবীর অভিযোগ আমলে নেয়া হবে।
প্রতিবাদি সাংবাদিক হিসেবে পরিচিত জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রিফাত হোসাইন সবুজ বলেন, সাংবাদিক অন্যায় করে থাকলে আইনগত ব্যবস্থা করা যেত। কিন্তু জুতার মালা গলায় পড়িয়ে তারা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এছাড়া ভূক্তভোগীর এজাহার আমলে না নিয়ে পুলিশ কান্ডজ্ঞানহীন আচরণ দেখাচ্ছে। আমি চাই দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew