ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তার দেশ গাজা এবং লেবাননে একযোগে ভূখণ্ডে ইসরাইলের সাথে একযোগে যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করে। বৈরুত সফরকালে এ মন্তব্য করেন তিনি। শুক্রবার এ খবর জানিয়েছে আরব নিউজ।
বৈরুত সফরকালে আরাগচি বলেন, আমরা একটি যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করি, শর্ত থাকে যে প্রথমত, লেবাননের জনগণের অধিকারকে সম্মান করতে হবে। একইসঙ্গে এটি (হিজবুল্লাহর)সমর্থন থাকতে হবে এবং তৃতীয়ত, এই উদ্যোগের মধ্য দিয়ে গাজা যুদ্ধবিরতি চুক্তিও চূড়ান্ত হতে হবে।
ইসরাইল ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে গতকাল শুক্রবার কাতার থেকে বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের দাহিয়ায় হিজবুল্লাহর সেন্ট্রাল কমান্ড লক্ষ্য করে রাতভর বোমা হামলা চালায় ইসরাইল। এতে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানি কমান্ডার আব্বাস নিলফোরোওশান নিহত হয়। এর জেরে মঙ্গলবার ইসরাইলের ভূখণ্ডে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরাইল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র।
তবে আরাগচির মন্তব্যের মাধ্যমে তেহরান চায়, গাজা এবং লেবাননে দ্রুত যুদ্ধবিরতির চুক্তি নিশ্চিত হোক। গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হতে আর দুইদিন বাকি। গত এক বছরে গাজায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরাইলি আগ্রাসনে লেবাননে প্রাণ হারিয়েছে অন্তত ২ হাজার লেবানিজ নাগরিক।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew