ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে আবার কাজে ফিরেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ত্বকের ছোট চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সামরিক হাসপাতালে যান। সেখানে তার ত্বকের একটি ছোট ক্ষত অপসারণ সফলভাবে সম্পন্ন করা হয়।
প্রেস সচিব জানান, চিকিৎসা শেষে প্রধান উপদেষ্টা শুক্রবার সকালে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন। সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ড. ইউনূস আগামীকাল শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনায় বসবেন।
রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত শুনতে গত ৫ অক্টোবর এই সংলাপ শুরু হয়।
দ্বিতীয় ধাপে শনিবার আলোচনার জন্য গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব) আমন্ত্রণ জানানোর কথা ইতোমধ্যে জানিয়েছেন উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew