ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাগমারায় উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়েছে।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা প্রেসক্লাবের আহবায়ক আকবর আলী, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, আত-তিজারা কর্মচারী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম, বিলকালাই মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে আক্কাছ আলী, জয়েন্ট সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির মোবারক হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সেরা সমবায় সমিতি নির্বাচিত হন উপজেলার আত-তাবারা লিমিটেড। পরে প্রধান অতিথি সেরা সমবায়ী প্রতিষ্ঠান আত-তাবারা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসফিকুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew