ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপি একাংশের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি করা হয়।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী কলেজের সামনে থেকে রালি শুরু করে আলুপট্টি এসে শেষ হয়।
র্যালি শুরুর পূর্বে নগরীর সাতটি থানা হতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী র্যালি নিয়ে রাজশাহী কলেজে সমাবেত হয়।
র্যালি শেষে আলুপট্টির মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।
বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও জয়নুল আবেদিন শিবলী এবং মহানগর বিএনপির সদস্য মনিরুজ্জামান শরীফ।
এছাড়াও রাজশাহী মহানগরের অন্তর্গত সাতটি থানার সাংগঠনিক ৩৫টি ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও কার্যকরী সদস্যবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, রাজশাহীর বিএনপির ঘাটি। কিন্তু একটি মহল রাজশাহী বিএনপিকে ঘরমুখো করে রেখেছিলো। তারা নিজেরা দলের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে। সেইসাথে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। এ অবস্থা থেকে রাজশাহী মহানগর বিএনপিকে বাঁচাতে তারা হাল ধরেছেন। এখন প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা প্রান ফিরে পেয়েছে বলে জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, বিগত হায়না সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন করেছে। জেল জুলম করে কোনঠাসা করে রাখার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। বিএনপি’র একবিন্দু পরিমান পর্যন্ত ক্ষতি করতে পারেনি। ভবিষ্যতেও পারবেনা।
তারা আরও বলেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। বিএনপিকে ভাঙ্গার জন্য দলের ভিতর থেকে ষড়যন্ত্র হচ্ছে। সেদিকে সজাগ থাকার পরামর্শ দেন তারা। সেইসাথে আওয়ামী লীগকে সর্বদা প্রতিহত করার আহ্বায়ক জানান।
র্যালিকে সাফল্যমন্ডিত করায় উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সভা ও র্যালি শেষ করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew