ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন কর্মস‚চির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার ১৬ ডিসেম্বর স‚র্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মস‚চি শুরু হয়।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। পরে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভ‚মি) নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ।