IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পত্নীতলায় সেমিনার ও প্রশিক্ষন অনুষ্ঠিতচায়ের আমন্ত্রণে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে মহাসচিব ফখরুলসহ বিএনপির তিন নেতা৬ দফা দাবি মানা না হলে রাজপথ অচলের হুমকি মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদেরসরবরাহ থাকলেও রাজশাহীতে বেড়েছে সবজির দামবাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা-অধিকার নিশ্চিত করতে হবে : যুক্তরাষ্ট্ররাশিফলগাজায় ফের ৪৭ ফিলিস্তিনি নিহত‘জাতীয় নির্বাচন কবে তা নির্ভর করছে সংস্কারের গতির ওপর’‘কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল’রাজশাহীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল হস্তান্তরহাটপাঙ্গাসীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলকুষ্টিয়ায় দুই মাসে পুলিশ ও জনপ্রতিনিধিসহ ৬ খুনট্রাম্প-বাইডেন বৈঠকসাবেক এমপি সেলিম গ্রেপ্তারলেবাননে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরাপত্তা পরিষদের
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> সরবরাহ থাকলেও রাজশাহীতে বেড়েছে সবজির দাম

সরবরাহ থাকলেও রাজশাহীতে বেড়েছে সবজির দাম

ধূমকেতু প্রতিবেদক, আবুল কালাম আজাদ : রাজশাহীর কাঁচামালের বাজারে সবজির সরবরাহ বেশি থাকলেও কাঁচা মরিচ, টমেটো করলা ও বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা থেকে ২০ টাকা। তবে বাজারে অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বাজারে চাল পেঁয়াজ-আলু বিক্রি হচ্ছে এখনও চড়াদামে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার নগরীর সাগরপাড়া,সাহেববাজার
,শালবাগান,নওদাপাড়া,খড়খড়ী বাজারসহ অন্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। বাজারে শীতের সবজির ফুলকপি ও বাঁধাকপির দাম তুলনামূলক বেশি। ছোট আকারের একেকটি কপি ৩৫-৪০ টাকা পিস, ছোট আকারের লাউ ৩৮-৪০ টাকার মধ্যে, মাঝারি আকারের লাউয়ের দাম প্রতিপিস ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরীর বাজারে প্রতিকেজি ২০ টাকা বেড়ে কাঁচা মরিচ ১২০ টাকা, ১০ টাকা করে বেড়ে টমেটো ১৩০ টাকা, বেগুন মান ভেদে ৫৫-৬০ টাকা, করলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি ৭০ টাকা, শিম ৮০, পেঁপে ৩০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৫০ টাকা, পটল ৪৫ টাকা, চিচিঙ্গা, ঢেঁড়স, শসা, ঝিঙা, কচুর মুখি, মুলা, ধুন্দল, বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা,গড়আলু ৭৫-৮০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া,লেবুর হালি ১৫ থেকে ২০ টাকা, ধনে পাতার কেজি ১৩০-১৪০ টাকা, কাঁচা কলার হালি ২৫ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৪৫ টাকা। এছাড়া বাজারগুলোতে লাল শাক নিম্নে ২০ টাকা আঁটি, লাউ শাক ৩৫ টাকা, মুলা শাক ২০ টাকা, পালং শাক ২০ থেকে ২২ টাকা, কলমি শাক ১৫ টাকা, পুঁই শাক ৪০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

নগরীর সাহেববাজারে পাইকারি বাজারে ঘুরে দেখা যায়, সাদা ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৫০ টাকা, লাল ফার্মের ডিম ৭৫ টাকায় হালি বিক্রি হলেও খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি হচ্ছিল। এছাড়া হাঁসের ডিম ডজন প্রতি ২২০ টাকা, দেশি মুরগির ডিম ডজন প্রতি ২৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
বাজারে আলু কেজিপ্রতি ৭০ টাকা, পেঁয়াজ ১৫০ টাকা ও ইন্ডিয়ান পেঁয়াজ ১১০ টাকা, রসুন ২২০ টাকা এবং আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।দেশি মসুর ডালের কেজি ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি মোটা চাল ৫৭ টাকা, মিনিকেট ৭৩ টাকা, আটাশ চাল ৬১ টাকা, কাটারি নাজির ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাল আমনধানের চাল ৯০ টাকা, সুগন্ধী চিনিগুড়া পোলার চাল ১৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

মুরগীর বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি ব্রয়লার আকার অনুযায়ী মুরগি ১৮০-১৯০ টাকা এবং সোনালি মুরগি মান ভেদে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি ৫০০ টাকা থেকে ৫১০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে গরুর মাংস কেজিপ্রতি ৭০০ থেকে ৭৫০ টাকা, মাথার মাংস ৪৮০-৫০০ টাকা, ছাগলের মাংস কেজিপ্রতি ১ হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে পাঁচ কেজি সয়াবিন তেল ৮১৮- ৮৫০টাকা,

মাছের বাজার ঘুরে দেখা গেছে, চাষের শিং মাছের কেজি (আকারভেদে) ৩৫০ থেকে ৫০০ টাকা,রুইয়ের দাম কেজিতে বেড়ে (আকারভেদে) ছয় কেজি ওজনের রুই মাছ ৪০০ টাকা, এক কেজি ওজনের রুই মাছ ২৮০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙাশ ২১০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়, বোয়াল ৫০০ থেকে ৯০০ টাকা, কাতল ৪০০ থেকে ৬০০ টাকা, পোয়া ৪৫০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২২০ থেকে ২৪০ টাকা, মলা ৬০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা, পাঁচমিশালি ২২০ টাকা, রূপচাঁদা ১ হাজার ২০০ টাকা, বাইম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, দেশি কই ১ হাজার ২০০ টাকা, শোল ৬০০ থেকে ৯০০ টাকা, আইড় ৬৫০ থেকে ৮০০ টাকা, বেলে ৯০০ টাকা এবং কাইক্ক্যা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সাহেব বাজারে বর্তমানে ভারতীয় জিরা কেজিপ্রতি প্রায় ৭৮০ টাকা, শাহী জিরা কেজিপ্রতি ১৬৬০ টাকা, মিষ্টি জিরা কেজিপ্রতি ২৪০ টাকা, পাঁচফোড়ন কেজিপ্রতি ২০০ টাকা, রাঁধুনী কেজিপ্রতি ৫০০ টাকা, মেথি কেজিপ্রতি ১৫০ো টাকা, চিনাবাদাম কেজিপ্রতি ১৬০ টাকা, কাজু বাদাম কেজিপ্রতি এক হাজার ৬০০ টাকা, পেস্তা বাদাম কেজিপ্রতি দুই হাজার ৭৫০ টাকা, ত্রিফলা কেজিপ্রতি ১৫০ টাকা, জয়ফল কেজিপ্রতি ৮০০ টাকা, তেজপাতা কেজিপ্রতি ১৮০ টাকা, সাদা গোলমরিচ কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকা, গোলমরিচ কেজিপ্রতি এক হাজার ২০০ টাকা, ধনিয়া কেজিপ্রতি ২৫০ টাকা, সরিষা প্রতিকেজি ১০০ টাকা, কিসমিস কেজিপ্রতি ৫২০ থেকে ৫৪০ টাকা, এলাচ কেজিপ্রতি তিন হাজার ৮০০ টাকা, কালো এলাচ কেজিপ্রতি ৩ হাজার টাকা, লবঙ্গ কেজিপ্রতি ১ হাজার ৭০০ টাকা, জয়ত্রি কেজিপ্রতি দুই হাজার ৯০০ টাকা, পোস্তদানা কেজিপ্রতি এক হাজার ৮০০ টাকা, আলুবোখারা কেজিপ্রতি ৫৫০ টাকা, দারুচিনি কেজিপ্রতি ৫৫০ টাকা, খোলা হলুদের গুঁড়া কেজিপ্রতি ৩৭০ টাকা, খোলা মরিচের গুঁড়া কেজিপ্রতি ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজার ভেদে মসলার দামের ভিন্নতা রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news