IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চায়ের আমন্ত্রণে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে মহাসচিব ফখরুলসহ বিএনপির তিন নেতা৬ দফা দাবি মানা না হলে রাজপথ অচলের হুমকি মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদেরসরবরাহ থাকলেও রাজশাহীতে বেড়েছে সবজির দামবাংলাদেশে সাংবাদিকদের স্বাধীনতা-অধিকার নিশ্চিত করতে হবে : যুক্তরাষ্ট্ররাশিফলগাজায় ফের ৪৭ ফিলিস্তিনি নিহত‘জাতীয় নির্বাচন কবে তা নির্ভর করছে সংস্কারের গতির ওপর’‘কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল’রাজশাহীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল হস্তান্তরহাটপাঙ্গাসীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলকুষ্টিয়ায় দুই মাসে পুলিশ ও জনপ্রতিনিধিসহ ৬ খুনট্রাম্প-বাইডেন বৈঠকসাবেক এমপি সেলিম গ্রেপ্তারলেবাননে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরাপত্তা পরিষদের‘‘আগেই ভালো ছিল’ বলার সুযোগ দিচ্ছি, এটা আমাদের ব্যর্থতা’
Home >> শিক্ষা >> লিড নিউজ >> ৬ দফা দাবি মানা না হলে রাজপথ অচলের হুমকি মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের

৬ দফা দাবি মানা না হলে রাজপথ অচলের হুমকি মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক : ৬ দফা দাবি মানা না হলে এবার নগরপথ, মহাসড়ক অবরোধ করে রাজপথ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন রাজশাহী বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

১৪ নভেম্বর বৃহশ্পতিবার বেলা সাড়ে ১০ টায়, রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি অন্তর্বতী সরকারের কাছে তুলে ধরেন এবং সেগুলো দ্রুত না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তারা।
শিক্ষার্থীরা রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) থেকে বিক্ষোভ মিছিল বের করে সাহেববাজার জিরো পয়েন্টে এসে মিলিত হয় এবং রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এসময় শিক্ষার্থীর লাল সবুজের জাতীয় পতাকা শরিরে জড়িয়ে সড়কে শুয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন। এসময় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আমাদের দাবি ৬ টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সচিবালয়ে আমাদের দাবি গুলো নিয়ে আলোচনা করবেন। আমরা সেই আলোচনা কি হয় তা দেখার অপেক্ষায় আছি। যদি দাবি গুলো আদায়ের আশ্বাস না পাওয়া যায় তাহলে সারাদেশের শিক্ষার্থীরা একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। সেই সাথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে অচল করে দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন।

৬ দফা দাবি:-
১। স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, ২। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর পদমর্যাদা) প্রদান করে দ্রুত WHO এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে, ৩। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভূক্ত করতে হবে, ৪। ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে, ৫। মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে, ৬। বি ফার্মসহ সকল অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং জ্বলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news