ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া বটতলা বাজারে শুক্রবার বিকেলে বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ভুমিদস্যু ও বিল দখলকারী জাবের বাহিনীর প্রধান জাবের আলীর বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর আগে জাবের বাহিনী এলাকায় ভূমি ও একের পর এক বিল দখল করে এলাকায় মূর্তিমান আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার হাতুড়ী বাহিনীর ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন অনেকে পুঙ্গত্ব জীবন-যাপন করছেন। তার বিরুদ্ধে এখনও কেউ কথা বলার সাহস পায় না।
তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাগমারা এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেন। পরে তাহেরপুরের মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি নির্বাচতি হলে জাবের এবারও ভোল পাল্টে কালাম এমপির পক্ষ নিয়ে পূর্বের দখলদারের রাজত্ব টিকিয়ে রাখেন।
গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন হলে আণ্ডারগ্রাউন্ড থেকে রাজত্ব চালাচ্ছেন জাবের আলী।
সম্প্রতি বাসুপাড়া ইউনিয়নে এলাকার শতশত ভুক্তভোগি ও নির্যাতিত লোকজন জাবের আলী ও তার হাতুড়ী বাহিনীর বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরাও অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা জাবের আলীর বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন।
বিশেষ করে জাবের আলী তার বাহিনী দিয়ে ভূমি দখল, জনগণকে মারপিট ও নারী নির্যাতন, জলাশয় দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন কাজ করে থাকেন। দ্রুত এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা জাবের আলীকে আইনের আওতায় আনতে মানববন্ধন থেকে দাবি করা হয়।আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ক্ষমতার সময় জাবের আলী অনিয়ন দুর্নীতির মাধ্যমে কোটিপতি বনে গেছেন। তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো হয়নি। কথা বললে তার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে শত শত মানুষকে। পুরো এলাকায় যেন নিয়ন্ত্রণ করতেন জাবের আলী। জাবের আলীর বাড়ি মন্দিয়াল গ্রামে।
জাবের আলী বেশি লেখাপড়া না জানলেও বাহিনীর কারণেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলেও জানা গেছে। দীর্ঘ সময় এলাকাবাসীর উপর নির্যাতন চালিয়েছেন তিনি। সেই সাথে নারীদেরকেও ছাড়েননি। জাবের বাহিনীর ভয়ে এলাকায় থাকতে পারেননি অনেকেই।
অনেকে দেশ ছেড়েও পালিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফুলে ফেঁপে উঠে সাধারণ জনতা। নতুন করে কাউকে যেন জাবের বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে না হয় সেজন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন মন্দিয়াল, ঠাকুরপাড়া, খয়রা, হলুদঘর, বীরকয়া,কুতবপুর সহ বিভিন্ন গ্রামের শত শত লোকজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরকয়া গ্রামের আবু সায়েম বাপ্পী, সাহাদত আলী,সামাদ আলী,আঃ মালেক,সিরাজুল ইসলাম, গয়ের আলী,মোবারক হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন জাবের আলীর বিরুদ্ধে প্রায় ২২টি মামলা থাকা সত্বেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।
বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।আশা করি খুব দ্রুতই তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew