ধূমকেতু নিউজ ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হবে মঙ্গলবার (২৬ নভেম্বর)। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘নীতিগত’ভাবে যুদ্ধবিরতির সমর্থন জানানোর পর তার মুখপাত্র সিএনএন-কে এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত রবিবার রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে একটি নিরাপত্তা বিষয়ক সভায় নেতানিয়াহু যুদ্ধবিরতির জন্য তার সমর্থন জানান। সোমবার (২৫ নভেম্বর) তার মুখপাত্র সিএনএন-কে জানান, মন্ত্রিসভা এই চুক্তি বিষয়ে মঙ্গলবার ভোট দেবে এবং এটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে, তবে একে অপরের ওপর হামলা চালিয়ে যাওয়ার কারণে আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার সন্ধ্যায় লেবাননের একটি সূত্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা আসতে পারে।
সংবাদমাদ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই অঞ্চলে হিজবুল্লাহর উপস্থিতি বন্ধ করার বিষয়টি রয়েছে।
এদিকে, ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এই যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এটি একটি গুরুতর ভুল, কারণ এখন হিজবুল্লাহকে সামরিকভাবে পরাজিত করার একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew