ধূমকেতু প্রতিবেদক : সৎ, দক্ষ এবং কর্মক্ষম নাগরিক গড়ে তোলার মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি সিফতুল আলম।
তিনি বলেন, দেশে গ্র্যাজুয়েটদের মধ্যে ৫৪ শতাংশ বেকার উল্লেখ করে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. সিফাতুল আলম বলেছেন, বলেন, বেকারত্বের অন্যতম কারণ হলো কোয়ালিটির অভাব। এই সমস্যা সমাধানে শিবির কোয়ালিটি অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ পরিচালনা করছে। এছাড়া শিবির বই কেনা, পার্ট-টাইম চাকরি এবং ফরম ফিলাপের মতো সমস্যা সমাধানে ছাত্রদের সহায়তা করে থাকে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে রাজশাহী সরকারি সিটি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেকোনো কাজ সংঘবদ্ধভাবে করলে তা সহজ হয়। তাই আমাদের সংঘবদ্ধভাবে দ্বীনের কাজ করতে হবে। পাশাপাশি শিবির ছাত্রদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এর মধ্যে আইটি ও কম্পিউটার প্রশিক্ষণ উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ছাত্রদের দ্বীন প্রতিষ্ঠার জন্য গড়ে তোলা। পাশাপাশি তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে নীতি-নৈতিকতায় সমৃদ্ধ ও ইসলামিক চেতনা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করছে শিবির।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি সিটি কলেজ শাখার সভাপতি হাফেজ মো. শাহিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সিটি কলেজ শাখার সেক্রেটারি শাহীন রেজা।
এছাড়া মহানগর সেক্রেটারি মোহা. শামিম উদ্দিন, সাবেক মহানগর সভাপতি তৌহিদুর রহমান সুইট, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লাহ মোহাইমিন, মহানগর কলেজ কার্যক্রম সম্পাদক রনি আহমেদ, মহানগর এইচআরডি সম্পাদক ইউসুফ আল গালিব এবং মহানগর স্কুল কার্যক্রম সম্পাদক মো. রমিজ রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন সেক্টরভিত্তিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew