ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার স্থানীয় ঘোষপাড়ার মোড়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মহাদেবপুর উপজেল কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সহসভাপতি ইমরুল কায়েস ও সানোয়ার হোসেন মানিক, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসন সুমন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইথার ও আপেল মাহমুদ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়া মোড়ে সমাবেত হয়। আলোচনা সভা শেষে উপজেলা কৃষকদলের পক্ষ থেকে ৫শ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew