ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ মোকাম নওগাঁর মহাদেবপুরে আমনের ভরা মৌসুমেও চালের বাজার অস্থির, বিপাকে নিম্ন আয়ের মানুষজন। বাজারে নতুন ধান ওঠার পরও কেজি প্রতি চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২৮ হাজার ১শ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এখন এসব জমির ধান কাটা-মাড়াই শেষ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও হয়েছে ভালো। বাজারে এসব ধান বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যেই এসব ধানের নতুন চাল বাজারে এসেছে। তবে নতুন চাল আসার পরেও এর কোন ইতিবাচক প্রভাব পড়েনি বাজারে। আগের থেকে চড়া দামেই এখন চাল বিক্রি হচ্ছে। অন্যান্য বছর নতুন চাল বাজারে আসার পর চালের দাম কমলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। আমন ধান উঠলেও চালের দাম কমছে না, বরং কেজিপ্রতি ৩ থেকে ৪ টাকা দাম বেড়েছে। দেশের বৃহৎ এ মোকামে চালের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে।
গত এক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। গত এক সপ্তাহ আগে যে মোটা জাতের স্বর্ণা-৫ চাল ৫২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এখন সে চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়। মাঝারি জাতের ব্রি-২৮ চাল কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগে যে চাল ৫৩ থেকে ৫৪ টাকায় বিক্রি হয়েছে এখন সে চাল ৫৬ থেকে ৫৭ টাকায় বিক্রি হচ্ছে। জিরাশাইল চালের দাম ১ সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। কাটারি চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজি। চালের ভরা মৌসুমে এ দাম বৃদ্ধিতে চাল কিনতে গিয়ে চরম বেকায়দায় পড়ছেন নিম্নবিত্তরা। তাদের আয়ের একটা বড় অংশ চলে যাচ্ছে চাল ক্রয়ে। খুচরা বিক্রেতারা বলছেন, মোকামে দাম বৃদ্ধির কারণে খুচরা বাজারে দাম বাড়ছে।
আবার মোকামের চালকল মালিকরা বলছেন, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে। শনিবার উপজেলার বিভিন্ন ধানের হাটে খোঁজ নিয়ে জানা গেছে, মোটা জাতের ধান মণ প্রতি ৫০ টাকা বেড়েছে। ১ সপ্তাহ আগে যে ধান ১৩শ থেকে ১৩শ ৫০ টাকা মণ দরে বিক্রি হয়েছে সে ধানের দাম মণপ্রতি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৩শ ৫০ থেকে ১৪শ টাকায় বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিনের যোগাযোগ করা হলে তিনি বলেন, ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি নিয়ে খাদ্য বিভাগও উদ্বিগ্ন।
চালের দাম বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদেরকে দায়ী করে তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বরের পর অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বন্ধের জন্য ব্যাপক অভিযান পরিচালনা ও বাজার মনিটরিং করা হবে। তখন চালের দাম কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew