ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, স্থানীয় শুশিল সমাজ ও পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, নাচোল থানায় ৩১বার তোপধ্বনি, সকাল ১০টায় মুক্তিযোদ্ধা, শহীদ ও নিহত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা বনাম শিক্ষক সমাজ ও সাংবাদিকদের সাথে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলা বিএনপির সাবেক এমপি আলহাজ আমিনুল ইসলাম গ্রুপের আয়োজনে একটি বিজয় র্যালী নাচোল সরকারী কলেজ চত্বর থেকে পৌর এলাকার বাসস্ট্যান্ডে মিলিত হয়ে পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয়। উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর অয়োজনে এবং বাংলাদেশ ছাত্র শিবিরের অংশগ্রহণে নাচোল ডাক বাংলো থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ডের গোল চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে স্বাধীনতা যুদ্ধে ও ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew