ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যা ৬টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন।
তিনি বলেন, আমাদের একজন শেখ হাসিনা আছেন। তিনি দূর্নীতি দমনে আপোষহীন ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্ব, দেশপ্রেম ও সততার জন্য তিনি বিশ্বের দ্বিতীয় আস্থাশীল প্রধানমন্ত্রী হয়েছেন। এটা আমাদের কথা নয়, এটি আন্তর্জাতিক গবেষণার সংস্থার কথা। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও অন্যায়কে মেনে নেয় নি। তিনি সকল প্রকারের অন্যায়কে কঠোর ভাবে দমন করেছেন। ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছেন। আমরা আশাবাদী বাকি যুদ্ধাপরাধী সহ সকল মৌলবাদী ও পাকিস্থানী এজেন্টদের শিকড় এদেশ থেকে উপড়ে ফেলবেন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও সদস্য সাহাবুদ্দিন ফরাজী। সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৌলবাদী সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো গোষ্ঠির ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনে আমরা দূর্বার আন্দোলন করতে প্রস্তুত। বিশ্বনেত্রী হিসেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে একটি মর্র্যাদার আসনে উন্নীত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শ্যাম দত্ত, বন ও পরিবেশ সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, এনামুল হক কলিন্স, শামসুজ্জামান আওয়াল মোকাদ্দেস হোসে লাবলু, নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, অ্যাড. শামসুন্নাহার মুক্তি, সৈয়দ হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, অ্যাড. শামিমা আক্তার খাতুন, তোজাম্মেল হক বাবলু, সৈয়দ মন্তাজ আহম্মেদ, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, অ্যাড. রাশেদ উন নবী আহসান, মাসুদ আহম্মেদ, কে এম জামান জুয়েল, আশীষ তরু দে সরকার অর্পণ প্রমুখ।