ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাঙ্গা হোসেন নান্টুকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ইসবপুর গ্রামের এক গৃহবধূ ও তার শিশু সন্তানকে বাড়িতে রেখে পরিবারের সদস্যরা দাওয়াত খেতে যায়। এই সুযোগে বেলা সাড়ে ১১টার দিকে একই গ্রামের মৃত মেছের আলী মন্ডলের ছেলে রাঙ্গা হোসেন নান্টু ওই বাড়িতে পানি খাওয়ার অজুহাতে গিয়ে পানি খাওয়ার জন্য গ্লাস চায়। পরে ওই গৃহবধূ তাকে পানি খাওয়ার জন্য গ্লাস দিলে টিউবওয়েল থেকে পানি বের করে পানি পান করে গ্লাস ফেরত দেওয়ার পর তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন ওই গৃহবধূ ও তার শিশু সন্তান চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে রাঙ্গা হোসেন নান্টু দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসীরা তাকে আটক করে গণধোলাই দেয়।
এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হাজতে বন্দি করে রাখে। শুক্রবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) সিয়াম হাসান জানান, গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে আসামি রাঙ্গা হোসেন নান্টুকে আদালতে প্রেরণ করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew