ধূমকেতু নিউজ ডেস্ক : জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহতের ঘটনায় রেলক্রসিংটির দায়িত্বে থাকা গেটম্যান নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার দুপুর ১২টার দিকে রেলওয়ে হিলির ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে তিনজন গেটম্যান পালাক্রমে দায়িত্ব পালন করেন। শনিবার সকাল ৭টার দিকে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ সময় নয়ন মিয়া রেলক্রসিংয়ের গেটম্যানের দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলায় নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন বহু যাত্রী। ৮ ঘণ্টা পর বিকাল ৩টায় রেলপথ সচল হয়। ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ী ব্রিজ এলাকার শরিফুল ইসলামের ছেলে আবদুল লতিফ (২৭), হিচমি গ্রামের মানিকের ছেলে রমজান (২৩), জয়পুরহাট শহরের চিত্রাপাড়া মহল্লার নিশি মণ্ডলের ছেলে রেজাউর করিম রেজা ওরফে তরুণ (২৭), পাঁচবিবি উপজেলার পাটাবুকা জিয়ার মোড় এলাকার সিরাজউদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৫৫), আটাপাড়া গ্রামের মোশারফ হোসেন মঞ্জুর ছেলে মঞ্জুরুল নাসিম (২৮), আটুল গ্রামের ডা. আলতাফ হোসেনের ছেলে সরোয়ার হোসেন বাবু (২৮) ও আরিফুর রহমান রাব্বি (২৪), ক্ষেতলাল উপজেলার ইটাখোলার মোংলার ছেলে সুমন (৩৪), আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের দুদু কাজীর ছেলে সাজু (৩৪), টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চিতুলিয়াপাড়ার শুকুর মণ্ডলের ছেলে জুলহাস উদ্দিন (৬১), নওগাঁর রানীনগর উপজেলার বিজয়াকান্দী গ্রামের গোড়া মিয়ার ছেলে বাবলু (২৫), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শাহীপাড়া গ্রামের সমতুল্লাহর ছেলে সাইফুল ইসলাম (৩৭)।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সাইফুল ইসলাম জানান, বিকালে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।