ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে শনিবার (১ফেব্রæয়ারী) রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির সামনে যুবদল কর্মী সাদ্দাম হোসেন (৩৪) কে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা টের পেয়ে আপশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গ্রামবাসী একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুল মান্নান কে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দিয়েছে। এর প্রতিবাদে রোববার (২ফেব্রæয়ারী) বিকেলে সাইপাড়া স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, শনিবার রাত আটটার দিকে যুবদল কর্মী সাদ্দাম হোসেন স্থানীয় বাজার থেকে বাড়িতে যাবার পথে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আব্দুল মান্নানকে আটক করে পুলিশে দেয়। আরো আট দশজন পালিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেন, আবুল হোসেন জানান, লুৎফর চেয়ারম্যানের অনুসারীরা অস্ত্র-শস্ত্র নিয়ে একত্রিত হয়ে বিএনপিপন্থীদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে। এসব ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী। অভিযান চালিয়ে দুস্কৃতিকারীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবী জানিয়েছেন তারা।
আহত সাদ্দাম হোসেন এর বৃদ্ধ পিতা খুশবর আলী ছেলের উপর হামলার বিচার চেয়েছেন। বিএনপির ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ জানান, আটককৃত আব্দুল মান্নান বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা লুৎফর রহমানের ক্যাডার বাহিনীর প্রধান ছিল। সে লুৎফর চেয়ারম্যান, তার ভাই জব্বার ও রফিকের নির্দেশে ওই যুবদল কর্মীর উপর হামলা চালিয়েছে। ২০১৮ সালেও তার উপর হামলা চালিয়েছিল একই বাহিনী। হামলায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী করেন তারা।
বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদল সভাপতি তোফাজ্জল হোসেন সরকার জানান, শনিবার রাত আটটার দিকে যুবদল কর্মীর উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। গ্রামবাসী একজন কে ধরে পুলিশে দিয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে। হামলাকারীরা লুৎফর চেয়ারম্যানের পেটুয়া বাহিনীর সদস্য বলে জানান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews