ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আওতায় টেকসই ক্ষুদ্রকার পানি সম্পত উন্নয়ন প্রকল্পের আওতায় উপ-প্রকল্প ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাসিক অগ্রগরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপজেলা প্রকৌশলী আলী হোসেনের সভাপতিত্বে নতুন কর্ম সংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ এলজিইডির সোসিওলজিস্ট এ.টি.এম মজনুল উল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ, ঘুকসিখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি কাউন্সিলর আব্দুল হাকিম, সম্পাদক শামীম রেজা, টুটিকাটা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোতারব হোসেন, সম্পাদক আজিজার রহমান, মঙ্গলখাল পানি ব্যবস্থাপনা সমবায় কমিটির জহুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ।
সভায় সমিতি সমুহের শেয়ার, সঞ্চয় আদায়, নিয়মিত সভা অনুষ্ঠান, বার্ষিক সাধারণ সভা আয়োজন ও সম্পাদন, খালসমুহে পানি ধারণের মাধ্যমে কৃষির প্রসার ঘটানো, মৎস্য ও প্রাণিসম্পদের ব্যবহারের মাধ্যমে জীবনযাপনের মানোন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।