ধূমকেতু নিউজ ডেস্ক : কতদিনে অপেক্ষা দুই তারকার বিয়ে নিয়ে। ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই জানতে, কবে ঘর বাঁধবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রায়ই গুঞ্জন উঠে, তারা বিয়ে করে ফেলেছেন চুপিসারে। শেষ পর্যন্ত সবই গুজব হিসেবে থেকে যায়।
আবারও ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে, ২০২১ সালের আগেই বাগদান সেরে ফেলছেন রণবীর-আলিয়া জুটি।
দুই তারকা এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বলিউড হাঙ্গামা দাবি করছে, চুপিসারেই তারা আংটিবদল সেরে ফেলছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আজ ৩০ ডিসেম্বরই নাকি পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরায় বাগদান পর্ব সেরে ফেলবেন তারা।
এই মুহূর্তে তারা রয়েছেন রাজস্থানের রণথম্ভোরের আমন হোটেলে। সেখানেই হবে আংটি বদল। তাদের সঙ্গে আছেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর, মহেশ ভাটসহ দুই পরিবারের সদস্যরা। আবার অতিথি হিসেবে তাদের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং জুটি।
এদিকে আরও জানা গেছে, গোয়ায় নিজের কাজ সেরে দ্রুতই রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন করণ জোহর।