ধূমকেতু নিউজ ডেস্ক : বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ লিওনেল মেসির। ফুটবল ক্যারিয়ার শুরু করার পর টানা ২০টি বছর বার্সায় কাটানোর পর এখন কোথায় যাবেন মেসি? নাকি বার্সাতেই থেকে যাবেন- তা এখনও নিশ্চিত নয়।
তবে প্রশ্ন হলো, ৩৩ বছর বয়সী মেসি বার্সায় থাকুন বা অন্য যে কোনো জায়গায় যান না কেন, আর কয়েকটি বছর পর যে তিনি ফুটবল ছেড়ে দেবেন, বুটজোড়া শো-কেসে তুলে রাখেন, এরপর কি করবেন?
স্বাভাবিকভাবেই প্রতিটি ফুটবলার যখন ক্যারিয়ার শেষ করেন, তখন দেখা যায় তাদের অধিকাংশই কোচিংয়ের দিকে ঝুঁকে পড়েন। মেসিরই স্বদেশী, কিংবদন্তী ফুটবলার, সদ্য প্রয়াত- দিয়েগো ম্যারাডোনাও কোচ হয়েছিলেন।
কিন্তু মজার বিষয় হলো, ফুটবল ছেড়ে দেয়ার পর কোচ হতে মোটেও ইচ্ছুক নন লিওনেল মেসি। কোচ হবেন না, তাহলে কী হবেন মেসি? তিনি সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছেন- ফুটবল পরিচালক তথা সোজা কথায় একজন সংগঠন হতে চান এবং এরপর ফুটবল বিশ্বে একটি সাম্য প্রতিষ্ঠা করতে চান।
নতুন বছরের শুরুতে বার্সার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও, ন্যু ক্যাম্পে তিনি রয়েছেন আরও ৬ মাস। এরপর পুরো ফুটবল বিশ্বই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে, মেসি কোথায় যান? সেটা জানার জন্য।
স্প্যানিশ নেটওয়ার্ক লা সেক্সটার সঙ্গে সাক্ষাৎকারে সম্প্রতি মেসি বলেন, ‘আমি নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না। তার চেয়ে বরং আমি নিজেকে উঁচুমানের খেলোয়াড়দের ডিরেক্টর হিসেবে কাজ করতে চাই। কিংবা এমন কোনো ক্লাবের, যেটাতে আমাকে প্রয়োজন।’
৬ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বার্সেলোনা ছেড়ে যাবেন হয়তো, কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় বার্সায় ফিরেও আসতে পারেন বলে জানিয়েছেন তিনি। মেসি বলেন, ‘আমি বার্সেলোনা সমর্থকদের বলতে চাই, আমি নিশ্চিত নই যে বার্সা ছাড়বো কি ছাড়বো না। তবে আশা নিয়ে বলতে পারি, সম্ভবত আমি ছেড়ে (বার্সা) যাচ্ছি।’
সমর্থকদের উদ্দেশ্যে মেসি আরও বলেন, ‘তবে আমি একদিন ফিরে আসবো। এই শহরেই একদিন ফিরে আসবো এবং এই ক্লাবের জন্য কাজ করবো এবং ভূমিকা রাখতে চাই। আমি এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। তবে এটা ফুটবলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। এটা এ কারণে যে আমি এ বিষয়টা পছন্দ করি এবং যা আমি জানি।’
১৩ বছর বয়সে বার্সায় এসেছিলেন মেসি। এরপর থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোলদাতা হলেন তিনি এবং ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সমর্থকদের বিষয়ে মেসি বলেন, ‘সমর্থকরা তার খেলোয়াড়দের সমর্থনে সব সময়ই গলা ফাটাবেন- এটাই স্বাভাবিক। তবে তারা সব কিছু ক্ষমা করে দেবে না।’
বার্সার প্রতি ভালোবাসা নিয়ে মেসি বলেন, ‘এই ক্লাব এবং শহরের সঙ্গে আমার সম্পর্ক ভালবাসার। যদিও সব কিছুরই শেষ আছে। যেখানেই আমার ক্যারিয়ার চলে যাক, তবুও আমার হৃদয় থেকে এই ক্লাব মুছে যাবে না।’