ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লাইন কাটতে গিয়ে ৪ জন লাইনম্যানকে ঘন্টাকাল ব্যাপী অবরুদ্ধ করে রাখার খবর পাওয়া গেছে।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২, মহাদেবপুর জোনাল অফিস সূত্রে জানান, উপজেলা সদরের আখেড়ায় অবস্থিত কফিল এন্ড রাজ্জাক প্রাইভেট লিমিটের বকেয়া বিলের পরিমান ১ কোটি ১০ লক্ষ ৭৩ হাজার ৬০২ টাকা, ওসমান গণির ১ কোটি ১৬ লক্ষ ৮৪ হাজার ৯৬২ টাকা, মেসার্স রুহুল আমিনের ৭৪ লক্ষ ৯৯হাজার ৫২০ টাকা বিদ্যুত বিল বকেয়া থাকার কারণে ১ জানুয়ারি শুক্রবার সকালে লাইনম্যান আতাউর রহমান, ফারুক আহমেদ, আক্তারুল মিলন ও নবিরুল ইসলাম উক্ত সংযোগগুলো বিচ্ছিন্ন করতে গেলে ওসমান গনি ও আব্দুর রাজ্জাকের লোকজন উক্ত লাইনম্যানদের মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। পরে প্রায় ১ ঘন্টা পর পুলিশ গিয়ে লাইনম্যানদের উদ্ধার করে।
এ ব্যাপারে আলহাজ্জ্ব ওসমান গণি বিদ্যুৎবিল বকেয়া থাকার কথা স্বীকার করে জানান, লাইনম্যানদের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে। লাইনগুলো বিচ্ছিন্ন করার ফলে তাদের অনেক ক্ষতি হয়েছে।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মহাদেবপুর জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) আসাদুজ্জামান রিমন জানান, উক্ত মিলগুলোর মোট বকেয়ার পরিমাণ ৩ কোটি ৬৫ লক্ষ ১২ হাজার ৪২২ টাকা। তারা হাইকোর্টে রিট করে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধের সময় নেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করায় তাদের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। বিল পরিশোধ করলে পুণরায় তাদের সংযোগ লাগিয়ে দেয়া হবে।