ধূমকেতু নিউজ ডেস্ক : প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিরাপত্তা আইন প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম সোমবার (২৯ সেপ্টেম্বর) ওই যুগান্তকারী আইনে স্বাক্ষর করেছেন।
রাজ্যের আইনপ্রণেতারা জানিয়েছেন, এই আইন প্রণয়নের কারণে বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলো তাদের নিরাপত্তা প্রোটোকল প্রকাশ করতে ও গুরুতর ঘটনার প্রতিবেদন দিতে বাধ্য থাকবে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সিনেট বিল ৫৩ আইনটি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত। এটি সিলিকন ভ্যালির দ্রুত অগ্রসরমান এআই শিল্পকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিশ্বব্যাপী প্রযুক্তি কেন্দ্র হিসেবে তার অবস্থান বজায় রাখার ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই বিলের প্রস্তাবক রাজ্য সিনেটর স্কট উইনার এক বিবৃতিতে বলেন, ‘এআইয়ের মতো একটি রূপান্তরকারী প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনকে সমর্থন করা আমাদের একটি দায়িত্ব।’
গভর্নর নিউসম উইনারের আগের বিল এসবি ১০৪৭-কে ভেটো দেয়ার পর, নতুন আইনটি কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষা বিধি প্রতিষ্ঠার জন্য তার দ্বিতীয় প্রচেষ্টায় সফল হয়েছে।
এই আইনটি এমন এক সময়ে পাস হলো, যখন ট্রাম্প প্রশাসন ব্যর্থভাবে চেষ্টা করেছিল যেন যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য এআই সম্পর্কিত নিজস্ব নিয়ম তৈরি না করতে পারে। এর পক্ষে যুক্তি ছিল যে এর ফলে ‘নিয়ন্ত্রনজনিত বিশৃঙ্খলা’ তৈরি হবে এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতায় মার্কিন উদ্ভাবন ধীরগতির হয়ে পড়বে।
নতুন আইনে বলা হয়েছে, বড় এআই কোম্পানিগুলোকে তাদের নিরাপত্তা ও সুরক্ষা প্রোটোকল প্রকাশ করতে হবে। তবে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি রক্ষার জন্য তা আংশিকভাবে গোপন রাখা যাবে।
এতে আরো বলা হয়েছে, তাদেরকে গুরুতর নিরাপত্তা ঘটনা যেমন- এআই মডেলের মাধ্যমে অস্ত্র সংক্রান্ত হুমকি, বড়সড় সাইবার আক্রমণ, অথবা মডেলের ওপর নিয়ন্ত্রণ হারানো এসব ঘটনার রিপোর্ট ১৫ দিনের মধ্যে রাজ্য কর্তৃপক্ষকে জানাতে হবে।
উইনারের মতে, ক্যালিফোর্নিয়ার দৃষ্টিভঙ্গি ইউরোপীয় ইউনিয়নের যুগান্তকারী এআই আইন থেকে আলাদা। তাই সরকারি সংস্থাগুলোর কাছে ব্যক্তিগত তথ্য জানানো বাধ্যতামূলক।