IMG-LOGO

বৃহস্পতিবার, ২রা মে ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপে দল ঘোষণা অস্ট্রেলিয়ারনয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরুবৃষ্টিপাতের সময় জানাল আবহাওয়া অফিসইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সুনামির শঙ্কাশ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান : প্রধানমন্ত্রীধামইরহাটে চেয়ারম্যান প্রার্থী আজাহার আলীর গণজোয়ারপোরশায় কাঠের ‘স’ মিল ভূষ্মিভূতরাজশাহী মহানগর স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক সমিতি র‌্যালীলালপুরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তারবৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনস্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বেগম জিয়াযুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে বেপরোয়া পুলিশআজ মহান মে দিবস৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ‘মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় দেখে না’
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্যের অভিযোগ

গোমস্তাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্যের অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি আনসারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অনাস্থা দিয়েছেন ১০ ইউপি সদস্য। চেয়ারম্যানের বিরুদ্ধে নানা স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ অনাস্থা দেয়া হয়।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। ইউপি সদস্যরা রাজশাহী বিভাগীয় কমিশনার, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককেও অনাস্থার অনুলিপি দিয়েছেন।

রহনপুর ইউপি সদস্যরা চেয়ারম্যান শফি আনসারীর বিরুদ্ধে ১০টি সুনির্দিষ্ট অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন। ১২ জনের মধ্যে ১১ ইউপি সদস্যই অনাস্থা দিলেও পরে একজন প্রত্যাহার করে নেন। অন্য ইউপি সদস্যদের অনাস্থা প্রত্যাহার করতে চেয়ারম্যান শফি আনসারী বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অনাস্থা দিয়েছেন ৭ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাইরুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান, সানাউল ইসলাম, মো. তজিবুর রহমান, মো. বাবর আলী, সোহরাব হোসেন, ইসমাইল হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুলিয়ারা বেগম, মোসা. কোহিনূর ও জোসনা বেগম। এছাড়াও ৩ নং ওয়ার্ড সদস্য আলাউদ্দিন অনাস্থা দিলেও পরে তা প্রত্যাহার করে নেন।

ইউপি সদস্যরা অভিযোগ করেন, চেয়ারম্যান শফি আনসারী ইউপি সদস্যদের নিয়ে নিয়মিত মাসিক সভা করেন না। টিআর, কাবিখা, এডিপি খাত থেকে আসা প্রকল্পের পদাধিকার বলে সভাপতিকে কাজ বাস্তবায়ন করতে দেয়া হয় না। কৃষি প্রণোদনা পেতে সভা না করে সার, বীজ সঠিক সময়ে কৃষকদের মাঝে বিতরণ করেননি। এতে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সময়ে আমেরিকা প্রবাসী স্ত্রী-সন্তানের কাছে যাওয়া-আসার কারণে নাগরিক সেবা থেকেও বঞ্চিত হয় ইউনিয়নবাসী।

ইউপি সদস্যরা অনাস্থাপত্রে উল্লেখ করেনÑ অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইউজিপি) তালিকা সভায় চ‚ড়ান্ত করার পরেও চেয়ারম্যান আবারও তার ইচ্ছামতো পরিবর্তন করেন। একইভাবে ২০২০-২১ অর্থবছরে ভিজিডি যাচাই-বাছাই করার পরেও পুনরায় পরিবর্তন করেন শফি আনসারী। এমনকি সভা চলাকালীন সময়ে ইউপি সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

২০১৮-১৯ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের কাজ সম্পন্ন হলেও চাঁদার দাবিতে ফাইলে সাক্ষর না করা ও বিল না দেয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, রাজস্ব তহবিলের অর্থ ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেন চেয়ারম্যান শফি আনসারী।

রহনপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন বলেন, রোববার অনাস্থা দেয়ায় বিভিন্নভাবে চেয়ারম্যান তা প্রত্যাহার করতে চাপ প্রয়োগ করছেন। এটি না করলে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিরুপায় অবস্থায় আমরা অনাস্থা দিয়েছি। ইউনিয়ন পরিষদকে তিনি তার ব্যক্তিগত সম্পত্তি মনে করেন বলেও অভিযোগ ওই সদস্যের।

৪ নং ওয়ার্ড সদস্য সানাউল ইসলাম জানান, গত কয়েকদিন থেকে ৪০ দিনের কর্মসূচির বিলে সাক্ষর করতে অনীহা দেখাচ্ছেন চেয়ারম্যান। তার কাছে ঘুরে ঘুরে না পেয়ে ইউএনও মহোদয়কে বিষয়টি জানালে সোমবার দুপুরে উপজেলা পরিষদে সাক্ষর করেছেন। ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ ৩০০টি কম্বলের মধ্যে ৪ নং ওয়ার্ডের জন্য দেয়া হয় ১০টি। কিন্তু এই ১০টি কম্বলের মধ্যে এখনও ৪টি কম্বল পাননি তিনি।

সব অভিযোগ অস্বীকার করে রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি আনসারী বলেন, আমি আওয়ামী লীগ করি। তার পরিষদের সব ইউপি সদস্যই বিএনপি ঘরানার। তাই রাজনৈতিক মদদে এসব অভিযোগ ও অনাস্থা দেয়া হয়েছে।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news