ধূমকেতু নিউজ ডেস্ক : কিশোরগঞ্জ জেলার নিকলী, মিঠামইন ও করিমগঞ্জ উপজেলায় পানিতে ডুবে চাচাতো ভাই-বোনসহ পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের হাফসরদিয়া,দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি, মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের কাঁসাপুর এবং করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এসব দুর্ঘটনার ঘটনা ঘটে।
এদের মধ্যে,নিকলী উপজেলার হাফসরদিয়া গ্রামের জামান ভূঁইয়ার ছেলে সায়ন(৫) ও তার ভাই মিলাত ভূঁইয়ার মেয়ে মুন আক্তার (৪) দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের পুকুর সংলগ্ন হাওরের পানিতে খেলতে গিয়ে এবং কাঁঠালকান্দি গ্রামের কাজল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৫) গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।
এ ছাড়া সকাল ১১ টার দিকে মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের কাঁসাপুর গ্রামের ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য জোৎস্না আক্তারের মেয়ে মুক্তা (৯) বাড়ির পাশের হাওরের পানিতে খেলা করতে গিয়ে ডুবে মারা যায়।
বিকাল ৩ টার দিকে করিমগঞ্জে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামের ৯নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলমের ছেলে মাহিন (৭) পানিতে ডুবে মারা যায়। বাড়ির পাশে বিলে মাছ ধরার জালে শিশু মাহিনের মরদেহ উঠে আসে।