ধূমকেতু নিউজ ডেস্ক : জমিসংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর দশমিনা উপজেলায় দুগ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে আবদুল কাদের হাওলাদারের সঙ্গে একই বাড়ির আলমের ১৬৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বুধবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে আলম গংদের লোকজন হালচাষ করতে যান। এতে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে দুগ্রুপ দেশীয় লাঠিসোটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আলম গংদের রফিক (৩৫), মো. রাসেল (৩০), কামরুন্নাহার সাথীসহ (২৭) প্রায় ১২ জন আহত হন। অন্যদিকে আবদুল কাদের গংদের হনুফা (৫০), আউয়াল হাওলাদার (৬৬) ও আবদুল কাদেরসহ (৮০) আটজন আহত হয়েছেন।
পরে স্বজনরা আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার দশমিনা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ১১ জন দশমিনা হাসপাতালে ভর্তি আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।