ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিভাগে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কই, তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন মৎস্য চাষী অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ কর্মশালায় কই, তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার রবিউল করিম।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা উদয় আঞ্জেলো রোজারিও, মাহমুদুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল গাফ্ফার, কোমল কুমার সরকার প্রমুখ। আমাগীকাল সোমবার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।